সাফওয়ান ইনসুলেশন ফোম কি?
অ্যালুমিনিয়াম ফিলিম ও ইপিই ফোম দ্বারা তৈরি সাফওয়ান ইনসুলেশন ফোম। এটা পরিবেশবান্ধব পণ্য, যা তাপ নিয়ন্ত্রণ করে পরিবেশকে শীতল রাখে। এই ফোমের মাঝের স্তরটি বাম্প ও তাপ প্রতিরােধক। সাফওয়ান ইনসুলেশন ফোম সূর্যের অতি বেগুনি রশ্মিকে বাধা প্রদান করে এবং বাইরের তাপ ভেতরে প্রবেশ করতে দেয় না।
সাফওয়ান ইনসুলেশন ফোম কোথায় ব্যবহার করবেন?
কোথায় ব্যবহার করবেন? এটা ঘরবাড়ি, কলকারখানা, গবাদিপশুর খামার, গার্মেন্টস, ফ্যাক্টরি, ব্যবসা প্রতিষ্ঠান, গাড়ি, ব্যাগ বিভিন্ন প্যাকেজিং কারা ক্ষেত্রে এই ফোম ব্যবহার করা হয়।
MESSAGE
SINCERELY APPRECIATE YOUR VISIT TO SAFWAN FOILS LTD. WEBSITE.
বুদ্ধিমান মানুষ বাড়ি করার সময় টিনের নিচে ব্যবহার করে সাফওয়ান ইনসুলেশন ফোন। কারণ এটা গরমে ঘরকে ঠান্ডা আর টিনকে করে দীর্ঘস্থায়ী।
আবাসিক বাড়ী ঘর :
আবহাওয়াবিদরা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে সারা বিশ্বের মতাে আমাদের দেশেও তাপমাত্রা বৃদ্ধি পাবে| তাই তাপমাত্রা যত বৃদ্ধি পাবে আমাদের ঘরের জেতর তত বেশি গরম লাগবে। এজন্য ঘরের চালে ঢেউটিন ব্যবহার করলে, অবশ্যই টিনের নিচ ১০ মিমি সাফওয়ান ইনসুলেশন ফোম ব্যবহার করবেন। কারণ এই ফোম সূর্যের তাপ ঘরের ক্তের প্রবেশ করতে দেয় না | ঘরের ভেতরের বিভিন্ন গ্যাস, ধোঁয়া সরাসরি টিনের চাল বা শেড়ে লাগতে দেয় না, ফলে টিনের স্থায়িত্ব বাড়ে। এটা গরমে আরাম আর শীতকালে রাখে গরম|আপনারা জানেন, একসময় বিল্ডিং এর টপ ফ্লোরের জল ছাদে চুনসুরকি বা রাবিশ দিয়ে ঢালাই দিত। এতে ছাদের লােড বেড়ে যেত। এখন আধুনিক বিশ্বে ছাদ ঢালাই-এর পর ইপিই ফোমটি ২০মিমি-৫০মিমি) দিয়ে সিমেন্ট বালির হাল্কা আস্তর দেয়, এতে ছাদের লােড কমে যায় এবং বিল্ডিং কম গরম হয়। এবার আপনিও বাড়ি তৈরিতে নিশ্চিতে ব্যবহার করুন
সাফওয়ান ফোমশিট ও সাফওয়ান ইনসুলেশন ফোম|
কারখানা
উন্নয়নশীল বাংলাদেশ শিল্প বিপ্লবেও পিছিয়ে নেই। প্রতিনিয়ত তৈরি হচ্ছে শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানা। সৃষ্টি হচ্ছে হাজার হাজার মানুষের নতুন কর্মসংস্থান। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে সূর্যের অতিরিক্ত তাপে এসব শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং ফ্যাক্টরির শেড খুব তাড়াতাড়ি গরম হয়। ফলে প্রােফাইল শিট বা ঢেউটিন দ্রুত নষ্ট হয়ে যায়। গরমে শ্রমিকগণ ঠিকমত কাজ করতে পারেনা। তাই কলকারখানার শেডের নিচে সাফওয়ান ইণ্ডাস্ট্রিয়াল ইনসুলেশন ফোম (পুরুত্ব ১২ থেকে ২৫ মিমি, প্রস্থ ৩ মিটার) ব্যবহার করলে বাইরের গরম ভেতরে প্রবেশ করতে পারে না এবং পরিবেশ থাকে ঠাণ্ডা। এছাড়া কারখানার কাঁচামাল থেকে সৃষ্ট গ্যাস সরাসরি শেডে লাগবে না, ফলে প্রােফাইল শিট বা ঢেউটিনের স্থায়িত্বও বৃদ্ধি পায়। effective air barrier.
ম্যাট্রেস
ম্যাট্রেসের প্রধান কাঁচামাল ইপিই ফোম। যদিও একসময় মানুষ জাজিম ব্যবহার করতাে। এটা অধিক ওজনের হতাে, ফলে নড়াচড়া করতেও ঝামেলা হতাে। এছাড়া এটা দ্রুত পচে যেত। তাই মানুষের আরাম আয়েশের কথা চিন্তা করে এখন ম্যাট্রেস তৈরিতে ইপিই ফোম ব্যবহার করা হয়। যা খুব হালকা হয়, সহজে বহন করা যায়। এছড়া এটা পচে না ফলে টিকে দীর্ঘদিন। তাই ম্যাট্রেস তৈরিতে নিশ্চিন্তে ব্যবহার করুন সাফওয়ান ইপিই ফোম। এটার পুরুত্ব ৩ মিমি থেকে ১০০ মিমি, প্রস্থ ৫০০ মিমি থেকে ৩০০০ মিমি পর্যন্ত। আপনার প্রয়ােজন অনুযায়ী যেমন চান তেমন আয়ােজন নিয়ে সাথে আছে সাফওয়ান ইপিই ফোম।
যানবাহন
মাইক্রো, বাস, ট্রাক রেল অটোরিক্সা, সিএনজি বডিতে এবং অভ্যন্তরে সাফওয়ান ইনসুলেশন ফোম ব্যবহার করা হয়। ফলে এসি বাস বা প্রাইভেট কারে বাইরের সাউণ্ড এবং বাইরের তাপ ভেতরে প্রবেশ করতে পারে না। বর্তমানে জুতার কারখানাতে ব্যাপকহারে ইপিই ফোম শীট ব্যবহার হয়। তার মধ্যে সাফওয়ান ফোম সিট অন্যতম।
গবাধিপশুর খামার
আজকাল ছােট বড় অনেক উদ্যোক্তা খুব ভালাে করছে। তার মধ্যেই অধিকাংশ উদ্যোক্তা সঠিক পরিকল্পনা আর খামার বিষয়ক সঠিক জ্ঞানের অভাবে লােকসানের সম্মুখীন হচ্ছে। তাই যারা গরু, ছাগল, মুরগি কিংবা অন্যান্য খামার দেয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য প্রথম পরামর্শ হলাে বিজ্ঞানসম্মত খামার তৈরি করা। যাতে গবাদিপশুর অসুবিধা না হয়। তারা আরামে, সুস্থভাবে বেড়ে উঠতে পারে। খামার বানানাের সময় টিন বা শেডের নিচে সাফওয়ান ইনসুলেশন ফোম ব্যবহার করলে খামার গরম হবে না। ফলে মুরগি, গরু, ছাগল থাকবে সুস্থ সবল আর খামার ব্যবসায়ে সবাই হবেন
বেশি সফল।
গার্মেন্টস ফ্যাক্টরী:
গার্মেন্টস শিল্পের অবদানে আমাদের দেশ সারা বিশ্বের জন্য পােশাক তৈরি করে। তার মধ্যে শীত প্রধান দেশও রয়েছে। সেখানে জামা কাপড়ের প্যাকিং সময় ব্যাক সাপাের্ট এর জন্য সাধারণ টির তৈরি ব্যাক সাপাের্ট ব্যবহার করা হয়। এতে অতিরিক্ত ঠাণ্ডায় কাপড়ে ময়েশ্চারাইজার ঠিক থাকে না। তাই বর্তমানে বিদেশী বায়ারগণ ইপিই ফোম ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। তাই আপনার প্রয়ােজন অনুযায়ী নিশ্চিন্তে ব্যবহার করুন সাফওয়ান ইপিই ফোম।
প্যাকেজিং ও অন্যান্য
ঔষধের প্যাকেজিং, বিভিন্ন ইমপাের্ট এক্সপাের্ট প্যাকেজিং, কোল্ডস্টোর, ড্রালাইন, সেন্ট্রাল এসি এবং র্যাপিং এর কাজে সাফওয়ান ইনসুলেশন ফোম ব্যবহার করা হয়।